হোম > সারা দেশ > সিলেট

ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি নারী আটক

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

গোয়াইনঘাট সীমান্তে আটক নারীরা। ছবি: আজকের পত্রিকা

সিলেটের গোয়াইনঘাটে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার প্রতাপপুর বিওপির মায়াবী ঝরনা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক নারীরা নরসিংদী জেলার পলাশ থানার খানেপুর গ্রামের, ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সূর্যখালী গ্রামের, চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সুজাতপুর গ্রামের এবং ঢাকা জেলার খিলগাঁও থানার উত্তর রামপুরা গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে মায়াবী ঝরনার কাছ দিয়ে মানব পাচারকারীর সহায়তায় চার বাংলাদেশি নারী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয়রা তাঁদের আটক করে প্রতাপপুর বিওপির টহলদলের কাছে হস্তান্তর করে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, আটকদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস