হোম > সারা দেশ > সিলেট

সেই চার শিশুর ২ জনের মৃত্যু, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

সিলেট প্রতিনিধি

সিলেটে একসঙ্গে জন্ম নেওয়া চার শিশুর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বাকি দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যজনের অবস্থা মোটামুটি ভালো বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত সেবাকেন্দ্রের স্ক্যানু ওয়ার্ডে চিকিৎসাধীন। 

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের বিশেষায়িত সেবাকেন্দ্রে ওই দুই শিশু মারা যায়। বিষয়টি নিশ্চিত করে শিশুদের বাবা সত্যরঞ্জন দেবনাথ বলেন, ‘আজ রোববার সিলেট নগরের চালিবন্দর এলাকায় মারা যাওয়া দুই শিশুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।’ 

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘জন্মের পর থেকেই তাদের শ্বাসকষ্টের সমস্যা ছিল। এ জন্য তাদের স্ক্যানু ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হয়। জীবিত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যজনের অবস্থা মোটামুটি ভালো। তাদের সুস্থ রাখতে চিকিৎসকেরা চেষ্টা করছেন।’ 

১৫ সেপ্টেম্বর সকালে ওসমানী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন সত্যরঞ্জন দেবনাথের স্ত্রী মমতা দেবী (২৭)। চার শিশুর দুটি ছেলে ও দুটি মেয়ে ছিল। এর মধ্যে এক ছেলে ও এক মেয়ের মৃত্যু হয়েছে। এই দম্পতির পাঁচ বছরের আরেক মেয়েসন্তান রয়েছে। 

সত্যরঞ্জন দেবনাথ সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিশপুর গ্রামের বাসিন্দা।

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা