হোম > সারা দেশ > সিলেট

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শমশের মবিনকে শোকজ নোটিশ 

সিলেট প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট-৬ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী শমশের মবিন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আজ বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের জন্য গঠিত অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আল আসাদ মো. মাহমুদুল ইসলাম স্বাক্ষরিত এ নোটিশে তাঁকে শোকজ করা হয়। 

অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আল আসাদ মো. মাহমুদুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আগামীকাল শুক্রবার বিকেল ৪টার মধ্যে তাঁকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। 

নোটিশে বলা হয়, সিলেট-৬ আসনে সোনালী আঁশ প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে গত মঙ্গলবার গোলাপগঞ্জ থানা বাসেশ্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে তথা শিতেশ্বর গ্রামে ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলে উপস্থিত থেকে প্রকাশ্যে চাঁদা বা অনুদান দিয়েছেন শমশের মবিন চৌধুরী। এ বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ এসেছে। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ৩ নম্বর বিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এ অবস্থায় আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন সুপারিশ করা হবে না—এই মর্মে শুক্রবার বিকেল ৪টায় লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।’

এ বিষয়ে জানতে শমশের মবিন চৌধুরীকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত