হোম > সারা দেশ > সিলেট

আরিফ হত্যাকাণ্ড: প্রধান আসামি কাউন্সিলর নিপু কারাগারে

সিলেট প্রতিনিধি

সিলেটে ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ হত্যা মামলার প্রধান আসামি নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক কিউ এম নাছির উদ্দিন কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন। 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আরিফ আহমদ হত্যা মামলায় গত ২৮ নভেম্বরে হিরণ মাহমুদ নিপু উচ্চ আদালতে জামিন আবেদন করেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তাকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। 

আজ সোমবার তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে চাইলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিপুসহ এ মামলায় এজাহার নামীয় ১০ আসামির মধ্যে বর্তমানে মোট নয়জন কারাগারে আছেন।’ 

এর আগে গত ২০ নভেম্বর রাতে নগরীর বালুচরে ছুরিকাঘাতে গুরুতর আহত হন ছাত্রলীগ কর্মী আরিফ। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত দেড়টার দিকে তিনি মারা যান। 

এ ঘটনায় গত ২২ নভেম্বর নিহতের মা আঁখি বেগম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় হিরণ মাহমুদসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয় আরও পাঁচজনকে।

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস