হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

সিলেট প্রতিনিধি

সিলেটে ১৮ মাস ধরে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে জব্দ করা প্রায় ২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৯। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিজিবি-১৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে ওই মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে-৬৫ হাজার ৬০১ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, ৯ হাজার ৫৬৭ বোতল ফেনসিডিল ও ৫ হাজার ৮৬ পিস ইয়াবা।

বিজিবি জানান, ২০২১ সালের ১ মার্চ থেকে চলতি বছরের ৪ অক্টোবর পর্যন্ত ভারত থেকে সীমান্ত পথে অবৈধভাবে নিয়ে আসা ওই সব মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করেছে বিজিবি। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার টাকা।

বিজিবির উপ-মহাপরিচালক ও জিএইচ এম সেলিম হাসান মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৮ মাস ধরে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্যগুলোর জব্দ করা হয়। সীমান্ত এলাকা দিয়ে মাদকদ্রব্য প্রবেশ বন্ধ করতে বিজিবির তৎপরতা আরও বাড়ানো হয়েছে। মূলত মাদকের বিরুদ্ধে সক্রিয় রয়েছে বিজিবি।

ওই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মোশাররফ হোসেন।

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার