হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ঈদ উপহার নিয়ে সিলেটের বানভাসি মানুষের পাশে কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন্যায় ভিটে-মাটি হারিয়ে আশ্রয়কেন্দ্রে বসবাস করা সিলেট-সুনামগঞ্জের বানভাসি মানুষের পাশে ঈদের মাংস ও খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। 

খন্দকার মুনিফ তকি বলেন, ‘বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্রসীমা এবং উপকূলীয় এলাকার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় সিলেট-সুনামগঞ্জে বন্যা দুর্গত এলাকায় মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় বন্যার শুরু থেকে তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্টগার্ড।’ 

খন্দকার মুনিফ তকি আরও বলেন, ‘গত ৯ জুলাই পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সিলেট সুনামগঞ্জে বন্যা দুর্গত ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী—সেমাই, চিনি, চাল, পেঁয়াজ, আলু, ডাল ও তেল বিতরণ করা হয় এবং গত ১০ ও ১১ জুলাই ও আজ মঙ্গলবার সিলেট-সুনামগঞ্জে বন্যা দুর্গত আরও ২ হাজার পরিবারের মাঝে কোরবানি গরুর মাংস বিতরণ করা হয়।’ 

 কোস্টগার্ডের এই জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, ‘সিলেট-সুনামগঞ্জ এলাকার পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত কোস্টগার্ডের ত্রাণ বিতরণসহ সকল ধরনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।’ 

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ