হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ঈদ উপহার নিয়ে সিলেটের বানভাসি মানুষের পাশে কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন্যায় ভিটে-মাটি হারিয়ে আশ্রয়কেন্দ্রে বসবাস করা সিলেট-সুনামগঞ্জের বানভাসি মানুষের পাশে ঈদের মাংস ও খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। 

খন্দকার মুনিফ তকি বলেন, ‘বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্রসীমা এবং উপকূলীয় এলাকার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় সিলেট-সুনামগঞ্জে বন্যা দুর্গত এলাকায় মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় বন্যার শুরু থেকে তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্টগার্ড।’ 

খন্দকার মুনিফ তকি আরও বলেন, ‘গত ৯ জুলাই পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সিলেট সুনামগঞ্জে বন্যা দুর্গত ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী—সেমাই, চিনি, চাল, পেঁয়াজ, আলু, ডাল ও তেল বিতরণ করা হয় এবং গত ১০ ও ১১ জুলাই ও আজ মঙ্গলবার সিলেট-সুনামগঞ্জে বন্যা দুর্গত আরও ২ হাজার পরিবারের মাঝে কোরবানি গরুর মাংস বিতরণ করা হয়।’ 

 কোস্টগার্ডের এই জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, ‘সিলেট-সুনামগঞ্জ এলাকার পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত কোস্টগার্ডের ত্রাণ বিতরণসহ সকল ধরনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।’ 

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা