মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের টিলা বাজার থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুটি তক্ষক উদ্ধার করেছে বন বিভাগ। পরে এগুলো রাত ৮টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিলা বাজারের মহব্বত আলীর বাসায় স্থানীয় একজন শিক্ষক পরিবার নিয়ে ভাড়া থাকেন। সন্ধ্যায় বাসায় শিশুরা খেলা করার সময় দেয়ালের মধ্যে টিকটিকির মতো দুটি প্রাণী দেখতে পেয়ে চিৎকার করে। এটা শুনে হানিফ মিয়া নামের স্থানীয় এক যুবক এসে এগুলো ধরে ফেলেন। প্রাণী দুটি তক্ষক নিশ্চিত হওয়ায় পর মৌলভীবাজার বন বিভাগকে খবর দেন। তারা তক্ষক দুটি উদ্ধার করে রাত ৮টায় লাউয়াছড়া বনে অবমুক্ত করেন।
টিলা বাজারের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যায় বাচ্চাদের চিৎকার শুনে বাজারের লোকজন বাসায় ছুটে আসে। তখন হানিফ মিয়া কাপড়ের সাহায্যে হাত দিয়ে তক্ষক দুটি ধরেন। পরে বন বিভাগের একটি টিম রাত ৮টায় এসে খাঁচায় বন্দী করে তক্ষক দুটি নিয়ে যান।
লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উদ্ধারকৃত তক্ষক দুটি সুস্থ থাকায় রাতেই লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।’