হোম > সারা দেশ > সিলেট

টানা বর্ষণ ও উজানের পানিতে কুলাউড়ায় ২০ গ্রাম প্লাবিত

মৌলভীবাজারের কুলাউড়ায় দুই দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোগালিছড়া নদীর বাঁধ ভেঙে প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। তাতে এসব এলাকার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গতকাল সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে চলে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত। তাতে পাহাড়ি ঢলে আজ সকালে গোগালিছড়া নদীর বাঁধের জয়চণ্ডীর গাজীপুর দাখিল মাদ্রাসার কাছে একটি এবং কুলাউড়া সদর ইউনিয়ন এলাকায় আরেকটি ভাঙন দেখা দেয়। ফলে ভাঙনকবলিত স্থান দিয়ে পানি ঢুকে জয়চণ্ডী ও সদর ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়।

খবর পেয়ে দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, সদর ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা সদর ও জয়চণ্ডী ইউনিয়নের দুই স্থানে বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সরেজমিন ওই এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করতে বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নির্বাচন হাইজ্যাক করার প্রশাসনিক ক্যুর চিন্তা করলে বলব—সেই সূর্য ডুবে গেছে: জামায়াত আমির

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ৮ দলের সমাবেশ শুরু

সিলেটে নভেম্বরে সড়কে ঝরল ২৫ প্রাণ

প্রথম দিনে শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ৪৬, নেই নারী প্রার্থী

সিলেটে জুয়া খেলার সময় আটক ১২

সিলেটে রাত সাড়ে ৯টার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

সিলেটে কর্মবিরতিতে শিক্ষকেরা, বার্ষিক পরীক্ষা স্থগিত

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি