হোম > সারা দেশ > সিলেট

টানা বর্ষণ ও উজানের পানিতে কুলাউড়ায় ২০ গ্রাম প্লাবিত

মৌলভীবাজারের কুলাউড়ায় দুই দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোগালিছড়া নদীর বাঁধ ভেঙে প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। তাতে এসব এলাকার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গতকাল সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে চলে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত। তাতে পাহাড়ি ঢলে আজ সকালে গোগালিছড়া নদীর বাঁধের জয়চণ্ডীর গাজীপুর দাখিল মাদ্রাসার কাছে একটি এবং কুলাউড়া সদর ইউনিয়ন এলাকায় আরেকটি ভাঙন দেখা দেয়। ফলে ভাঙনকবলিত স্থান দিয়ে পানি ঢুকে জয়চণ্ডী ও সদর ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়।

খবর পেয়ে দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, সদর ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা সদর ও জয়চণ্ডী ইউনিয়নের দুই স্থানে বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সরেজমিন ওই এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করতে বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত