হোম > সারা দেশ > সিলেট

উন্মুক্ত করা হলো সিকৃবি কেন্দ্রীয় অডিটরিয়াম

সিলেট প্রতিনিধি

সিকৃবি কেন্দ্রীয় অডিটরিয়াম। ছবি: আজকের পত্রিকা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় অডিটরিয়ামের নির্মাণকাজ ১২ বছর পর শেষ হয়েছে। প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ২০১৩ সালে অডিটরিয়াম ভবন নির্মাণকাজ শুরু হয়ে ২০১৮ সালে শেষ হওয়ার কথা থাকলেও বিগত প্রশাসনের অব্যবস্থাপনার ফলে অডিটরিয়ামের নির্মাণকাজ বিলম্ব হয়েছে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে আজ শনিবার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই অডিটরিয়াম।

একাধিক শিক্ষক ও কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য মো. আলিমুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে শেষ হয়েছে সিকৃবি কেন্দ্রীয় অডিটরিয়ামের নির্মাণকাজ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অস্থায়ীভাবে নির্মিত প্যান্ডেলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখন আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত নান্দনিক অডিটরিয়াম নির্মাণের ফলে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সব ধরনের অনুষ্ঠান এখানে পরিচালনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরের যেকোনো প্রতিষ্ঠানের বড় পরিসরের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে। এতে সবার সময় ও অর্থের সাশ্রয় হবে।

সিকৃবির উপাচার্য মো. আলিমুল ইসলাম বলেন, সবার সহযোগিতায় সিকৃবিতে বৃহত্তর সিলেটের মধ্যে সর্বাধুনিক অডিটরিয়াম নির্মাণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের একটি উল্লেখযোগ্য দাবি পূরণ করা সম্ভব হয়েছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠান আয়োজনে তেমন বেগ পোহাতে হবে না।

প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ১ হাজার ১০০ আসনবিশিষ্ট নান্দনিক ও আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত সিকৃবি কেন্দ্রীয় অডিটরিয়াম নির্মাণ শেষে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত