সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাকি না দেওয়ার এক দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ওই দোকানের বাবা ও ছেলে আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (কোনাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জগন্নাথপুর থানায় ওই দোকান মালিক কুহিনূর রহমান লিখিত অভিযোগ করেছেন। হামলায় দোকান মালিক কুহিনূর ও তাঁর বাবা আব্দুল সামাদকে (৬৫) আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিবপুর (কোনাপাড়া) এলাকায় সামাদ ভ্যারাইটিজ স্টোর নামক দোকানের মালিক কুহিনূর রহমানের সঙ্গে হবিবপুর (কিশোরপুর) এলাকার জাকওয়ান মিয়ার বাকি দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায় জাকওয়ানের বাবা ও ভাইসহ ৬-৭ জন দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালান। এতে দোকানের বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করা হয়।
দোকান মালিক কুহিনূর আজকের পত্রিকাকে বলেন, ‘জাকাওয়ানের মাকে বাকি না দেওয়া তাঁরা বাপ-ছেলেরা মিলে আমার দোকানে হামলা চালায়। হামলাকারী দিলু মিয়া ও তাঁর ছেলে জাকওয়ান, জিন্নাহ, জইন, জিলাল আমার দোকানের লাখ টাকার মালামাল ভাঙচুরসহ ক্যাশে থাকা বিকাশের নগদ এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়।’
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন বলেন, ‘অপরাধী যেই হোক তাঁদের কোনো ছাড় দেওয়া হবে না। আমার ওয়ার্ডে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ কোনো ধরনের অপরাধের ঠাঁই আমি দেব না।’
এ ব্যাপারে জগন্নাথপুর থানার সহকারী উপপরিদর্শক ভোলা নাথ সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।