হোম > সারা দেশ > সিলেট

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সিলেটে খেলাফত মজলিসের মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, মাওলানা মামুনুল হকের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ শুক্রবার জুমার নামাজ শেষে দলটির সিলেট জেলা ও মহানগর শাখা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরের কোর্ট পয়েন্টে এ মানববন্ধন করে। 

এ সময় বক্তারা বলেন, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দীর্ঘ ২৮ মাস ধরে খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হককে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। জাতীয় এই নেতার মুক্তি ছাড়া এ দেশের জনগণ জাতীয় নির্বাচন মেনে নেবে না। অবিলম্বে কারাবন্দী সব ওলামার নিঃশর্ত মুক্তি দিতে হবে। 

জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় শুরা সদস্য ও সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ। 

উপস্থিত ছিলেন সিলেট জেলা সহসভাপতি অধ্যক্ষ জাহিদ উদ্দিন চৌধুরী, উবায়দুর রহমান, মহানগর সহসভাপতি সানা উল্লাহ, কমর উদ্দিন, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সৈয়দ জয়নুল ইসলাম, জেলা সহসাধারণ সম্পাদক মুতাছিম বিল্লাহ জালালী, মুফতি মুহাম্মদ মাহবুবুল হক, মহানগর সহসাধারণ সম্পাদক রোটারিয়ান ডা. মোস্তাফা আহমদ আজাদ, মুহাম্মদ আব্দুল গফফার, এখলাছুর রহমান, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি সৈয়দ নাসির উদ্দিন,  সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল রব, জেলা বায়তুল মাল সম্পাদক ক্বারী মাওলানা আসাদুজ্জামান, মহানগর বায়তুল মাল সম্পাদক রোটারিয়ান মাওলানা ইলিয়াছুর রহমান, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফয়জুন নুর, মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান আজাদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, মাওলানা শামসুল ইসলাম, মুহাম্মদ সিকন্দর আলী, মুহাম্মদ শাব্বির আহমদ, মাওলানা আবুল কালাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মুহাম্মদ ফরিদ উদ্দিন, জামেয়া মাদানিয়া শাখার সভাপতি হাবিবুজ্জামান সায়হাম, শাহপরাণ জোন সভাপতি মাহদী হাসান, মুহাম্মদ সাদি, মেরাজুল হক প্রমুখ।

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার