হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ২ ছিনতাইকারী আটক

সিলেট প্রতিনিধি

সিলেটে ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার কুচাই আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি সিএনজি চালিত অটোরিকশা ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।  

পুলিশ জানায়, সিলেটের হুমায়ুন রশিদ চত্বর থেকে রাঘবপুরের নিজ বাড়িতে যাওয়ার জন্য সেহান আহমদ (১৯) একটি সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। ওই অটোরিকশায় আগে থেকে থাকা ড্রাইভার আবজল আলী রাজু ও যাত্রী তারেকুর রহমান তানভির ড্রাইভার ও যাত্রীবেশে ছিনতাইকারী। 

পরে অটোরিকশা প্যারাইচকের রয়েল সিটি আবাসিক এলাকার গেইটের সামনে গেলে গাড়িতে যাত্রীবেশে থাকা ছিনতাইকারী তানভির ধারালো চাকুর ভয় দেখিয়ে সেহানের (১৯) কাছে থাকা ১টি মোবাইল ফোন ছিনতাই করে নেয় এবং তার গলায় পোচ মারতে গেলে সেহান প্রতিহত করলে তার বাম হাতের তর্জনি ও মধ্যমা আঙুল কেটে গুরুতর জখম করে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। 

পরবর্তীতে সেহান মোগলাবাজার থানায় এ বিষয়ে জানালে পুলিশ তাদেরকে কুচাই আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে সোহানের কাছ থেকে নেওয়া মোবাইল ফোন ও তাদের সঙ্গে থাকা অটোরিকশা উদ্ধার করে জব্দ করে পুলিশ। 

পরবর্তীতে সেহান মোগলাবাজার থানায় এজাহার দায়ের করেন। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর