হোম > সারা দেশ > সিলেট

তাহিরপুরে নৌ ধর্মঘট প্রত্যাহার, ৮ দিন পর কয়লা ও চুনাপাথর পরিবহন শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি

নদীতে টোলের নামে চাঁদাবাজির অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির ডাকা নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিএ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়।  
 
বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির সচিব রাজেশ তালুকদার বলেন, টোলের নামে অতিরিক্ত টাকা নেওয়া হবে না বিআইডব্লিউটিএর পক্ষ থেকে এমন আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ফলে আট দিন বন্ধ থাকার পর বড়ছড়া, চারাগাও ও বাগলী শুল্কস্টেশন থেকে নদীপথে আজ সোমবার সকাল থেকে কয়লা ও চুনাপাথর পরিবহন শুরু হয়েছে। 

উল্লেখ্য, গত রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে কয়লা ও চুনাপাথর বিক্রয় এবং উপজেলার পাটলাই নদীপথে পরিবহন বন্ধ রাখে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শুল্কস্টেশন বড়ছড়া, চারাগাঁও ও বাগলীর আমদানিকারকরা। 

সুনামগঞ্জের বড়ছড়া, চারাগাঁও ও বাগলী শুল্ক স্টেশনের প্রায় ৭০০ আমদানিকারক দেশের বিভিন্ন অঞ্চলে পাটলাই নদী দিয়ে চুনাপাথর ও কয়লা পাঠান। পাটলাই নদীর ডাম্পের বাজার নৌকাঘাটে ইঞ্জিনচালিত নৌকা বা বাল্কহেডে মালামাল লোড দেওয়ার সময় বিআইডব্লিউটিএ ও স্থানীয় তহসিল অফিসের পক্ষ থেকে টোল আদায় করেন কিছু লোক। ব্যবসায়ীদের দাবি, এখানে নির্ধারিত টোলের চেয়ে বহুগুণ বেশি টাকা আদায় করা হয়। 

বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক সুব্রত রায় বলেন, ‘আমাদের ইজারাদারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা না নিতে।’

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত