হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ওসমানী মেডিকেলে ৮ আইসিইউ বেড চালু

প্রতিনিধি

সিলেট: সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আটটি আইসিইউ বেড চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে করোনা রোগীরা এসব আইসিইউ বেডে চিকিৎসা নিচ্ছেন।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: হিমাংশু লাল রায় বলেন, সিলেটে করোনা ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসিইউ বেড সংকট থাকায় ও রোগীর চাপ বাড়ায় ওসামানী হাসপাতালে আটটি আইসিইউ বেড চালু করা হয়েছে। এখানে করোনার সংকটাপন্ন রোগীরা চিকিৎসা পাবেন।

উপ-পরিচালক আরও বলেন, ওসমানীতে আগে থেকেই করোনা রোগীদের জন্য চিকিৎসা সুবিধা চালু ছিল। করোনার নতুন স্ট্রেইন ধরা পড়ার পর আবারো হাসপাতালটি করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে। আইসিইউ ছাড়া ওসমানী হাসপাতালে সন্দেহভাজন ৩৫ জন, করোনায় আক্রান্ত ৫ জন ভর্তি আছেন। শিগগিরই এ হাসপাতালে ২’শ বেডের করোনা আইসোলেশন সেন্টার চালু করা হবে বলেও জানান তিনি।

এছাড়াও সিলেটে করোনার জন্য ডেডিকেটেড হাসপাতাল হচ্ছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। এ হাসপাতালের আইসিইউ বেড রয়েছে ১৬টি। এর মধ্যে ২টি আইসিইউ বেড হচ্ছে ডায়ালাইসিসের জন্য রয়েছে।  

শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সুশান্ত কুমার মহাপাত্র জানান, সবকটি আইসিইউ বেডে রোগী ভর্তি আছেন। ১০০ শয্যার এ হাসপাতালে সবমিলিয়ে ৮৮ জন রোগী ভর্তি আছেন। প্রতিদিন রোগী বাড়ছে। তাই চরম সংকটের মধ্যেও চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে।

শামসুদ্দিন হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা: হোসেন আহমদ রুবেল জানান, হাসপাতালে আইসিইউ’র প্রচণ্ড চাপ। কেউ মারা গেলে হয়তো বেড খালি হয়, অন্যথায় নয়। এ অবস্থায় ওসমানী মেডিকেলে আটটি আইসিইউ বেড চালু হওয়ায় রোগীরা জরুরি আইসিইউ বেড পাবে।  

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান