হোম > সারা দেশ > সুনামগঞ্জ

তাহিরপুরে অযত্ন-অবহেলায় নষ্ট প্রধানমন্ত্রীর দেওয়া নৌ-অ্যাম্বুলেন্স

প্রতিনিধি

তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুরে অযত্ন ও অবহেলায় নষ্ট হয়ে পড়ে আছে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার নৌ-অ্যাম্বুলেন্স। তাহিরপুরের হাওর পাড়ের লোকজনের জরুরি স্বাস্থ্যসেবার জন্য এ নৌ-অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছিল। কিন্তু তা হাওরাঞ্চলের রোগীদের জন্য একদিনও ব্যবহার করা হয়নি। বর্তমানে তা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ে অচল হয়ে পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে ভেতরে ময়লা-আবর্জনা জমে এটি এখন একেবারেই বিকল হয়ে গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তাহিরপুরের আড়াই লক্ষাধিক মানুষের দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রায় দশ বছর আগে এ নৌ-অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছিল।

উপজেলা সদরের গোবিন্দশ্রী গ্রামের শনি হাওরপাড়ের কৃষক সেলিম আখঞ্জী বলেন, 'নৌ অ্যাম্বুলেন্সটি দেওয়ার পর থেকেই বছরের পর বছর কখনো নদীতে কখনো পুকুরে, কখনো নদীপাড়ে শুকনা জায়গায় দেখে আসছি। শুধুমাত্র অযত্ন আর অবহেলায় অ্যাম্বুলেন্সটি এখন অকেজো হয়ে পড়ে আছে।'

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সৈয়দ আবু আহমদ শাফী বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। এ জন্য অনেক কিছুই আমার অজানা। তবে নৌ-অ্যাম্বুলেন্সটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।'

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা