হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে আগুনে পুড়ে পুলিশ সদস্যের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

‘বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট’ অগ্নিকাণ্ডে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে হবিগঞ্জ শহরে ২ নম্বর পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পুলিশ সদস্য রুবেল আহমেদ (২৫)। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট যশপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। হবিগঞ্জ ট্রাফিক অফিসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন রুবেল। তাঁর এক বছর বয়সী একটি সন্তান রয়েছে। রুবেলের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা। 

ওসি জানান, হবিগঞ্জ ট্রাক মালিক সমিতির সভাপতি সিরাজ উদ্দিন খানের একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে পাঁচজন পুলিশ সদস্য থাকতেন। গতকাল সোমবার একজন ছুটিতে বাড়ি চলে যান। রাতে বিশ্বকাপের খেলা দেখে চার পুলিশ সদস্য ঘুমিয়ে পড়েন। ভোররাতে তাঁদের ঘরে অগ্নিকাণ্ড ঘটে। 

ওসি গোলাম মর্তুজা বলেন, ‘ঘটনাস্থলের আশপাশে কয়েকজনের সাথে আলাপ করে জানা যায়, ওই বাসার দুই কক্ষের একটিতে রুবেল থাকতেন। পাশের কক্ষে থাকা পুলিশ সদস্যরা ভোরে রুবেলের কক্ষে আগুন দেখে হতভম্ব হয়ে পড়েন। তারা ঘর থেকে বের হয়ে কান্নাকাটি শুরু করেন। রুবেলের কক্ষের ছিটকিনি লাগানো থাকায় তাৎক্ষণিক তাঁরা ওই কক্ষে প্রবেশ করতে পারেননি। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে তারা জানান পাশের কক্ষে রুবেল রয়েছেন। এ দিকে আগুনের খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভায় ও রুবেলের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেন। 

ফায়ার সার্ভিসের সদস্য অতীন্ত্র কুমার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আহত অবস্থায় তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান