হোম > সারা দেশ > হবিগঞ্জ

খেলা শেষে নদীতে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ শহরের যশোরআব্দা এলাকায় খোয়াই নদীতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁদের মৃত ঘোষণা করেন।

মৃতরা হলো, হবিগঞ্জ পৌরসভার যশোরআব্দা এলাকার সেলিম মিয়ার ছেলে সাগর মিয়া (১৭) ও একই এলাকার খেলু মিয়ার ছেলে নাহিদ মিয়া (১৫)। 

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, বিকেলে একদল কিশোর শহরের যশোরআব্দা এলাকায় খোয়াই নদীর চড়ে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করদে নামে। এ সময় দুই কিশোর নদীর গভীরে চলে যায়। সাঁতার না জানার কারণে তারা আর উঠতে পারেনি। তাঁদের সহপাঠীরা পরিবারের লোকদের খবর দিলে পরিবারের লোকজন অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাঁদের নিথর দেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এ সময় তিনি শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন। 

মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়: মামুনুল হক

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

নির্বাচন সামনে রেখে যেন অস্ত্র ঢুকতে না পারে—কাস্টমসকে এনবিআর সদস্য

শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু ৩ ফেব্রুয়ারি, ডোপ টেস্ট বাধ্যতামূলক

সিলেট-ম্যানচেস্টারের ফ্লাইট চালু রাখার দাবিতে মঙ্গলবার ‘মার্চ ফর বিমান’

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ

জৈন্তাপুরে আবারও বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা