হোম > সারা দেশ > সিলেট

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক-পথচারীদের সচেতন হয়ে চলাচলের আহ্বান 

সিলেট প্রতিনিধি

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেছেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক ও পথচারীদের সচেতন হয়ে চলাচল করতে হবে। তাহলেই সড়ক দুর্ঘটনা কমে আসবে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই সড়ক পরিবহন আইন মেনে সড়কে চলাচল করতে হবে। 

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজ রোববার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ সিলেটের উদ্যোগে জেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বিভাগীয় কমিশনার আরও বলেন, সড়কে দুর্ঘটনা রোধ করতে সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের পাশাপাশি মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবার এ সংক্রান্ত আইন ও বিধি-নিষেধ জানা ও সেগুলো মেনে চলার বিকল্প নেই। 

আলোচনা সভায় সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সভাপতিত্ব করেন। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত সঞ্চালনা করেন। 

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিআরটিএ সিলেট সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. রিয়াজুল ইসলাম। জাতীয় নিরাপদ সড়ক দিবস এর তাৎপর্য ও প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য দেন বিআরটিএ সিলেট বিভাগের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) ডালিম উদ্দিন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-সিলেটের রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খাঁন, মহানগর সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, হাইওয়ে পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ, সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। 

এর আগে, আজ সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন করতে ডিসি অফিসের প্রাঙ্গণ থেকে র‍্যালি বের করা হয়। তা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১