হোম > সারা দেশ > মৌলভীবাজার

ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু, ২ পুলিশ সদস্য প্রত্যাহার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার শহরের পৌর বাস টার্মিনাল এলাকায় সিগন্যাল অমান্য করায় দুই মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করে ট্রাফিক পুলিশ। দ্রুত পালানোর সময় বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে মোটরসাইকেলটির। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেলটির চালক বোরহানের (২০)। সঙ্গে থাকা আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ট্রাফিক পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। নিহত যুবক বোরহান মৌলভীবাজার সদর উপজেলার জুগিডর এলাকার খসরু মিয়ার ছেলে। 

স্থানীয়রা বলছেন, শহরতলীর পৌর বাস টার্মিনাল এলাকায় সিগন্যাল অমান্য করে যেতে চাইলে তাঁদের ধাওয়া করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় বাসের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই বোরহানের মৃত্যু হয়। সঙ্গে থাকা অন্য আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বাস টার্মিনালের সামনে প্রায়ই ট্রাফিক সার্জেন্ট বসে থেকে নানা অজুহাতে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা চালকদের মামলার ভয় দেখিয়ে হয়রানি করে থাকেন। 

এ বিষয়ে মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার বলেন, ‘পৌর বাস টার্মিনাল এলাকায় বাসের নিচে পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সেখানে দায়িত্বে অবহেলার অভিযোগে ট্রাফিক পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।’

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি