হোম > সারা দেশ > সিলেট

জগন্নাথপুরে কাজ শেষের আগেই বাঁধে ফাটল

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে বৃষ্টিতে কয়েকটি ফসল রক্ষা বেড়ি বাঁধে ফাটল ও ধস দেখা দিয়েছে। এমন অবস্থায় কৃষকেরা ফসল নষ্টের শঙ্কায় রয়েছেন। 

আজ বৃহস্পতিবার সরেজমিনে নলুয়ার হাওর  ঘুরে দেখা গেছে, উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের দাসনোয়াগাঁও থেকে হালেয়া পর্যন্ত ৩,৪, ৫,৬ ও ৭ নম্বর প্রকল্পের কিছু কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। প্রকল্পের সঙ্গে সম্পৃক্তরা শ্রমিক লাগিয়ে কাজ করছেন। 

 ৬ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি আহমদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার প্রকল্পের কিছু অংশ ধসে পড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের নির্দেশে বিকল্প বাঁধ নির্মাণের মাধ্যমে ফসল রক্ষা বেড়ি বাঁধের কাজ করছি।’ 

তিনি আরও বলেন, ‘২১ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দে ৫১২ মিটার বেড়ি বাঁধের কাজ করছি। আশা করছি নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে।’ 

নলুয়ার হাওরের কৃষক জোবায়ের আহমদ বলেন, ‘বৃষ্টিতেই যদি বাঁধ ধসে যায়, নদীতে পানি আসলে কি হবে?’ 

হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সদস্যসচিব অমিত কান্তি দেব বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফসল রক্ষা বেড়ি বাঁধের কাজ শেষ করার কথা। নিয়ম অনুযায়ী কোনো বাঁধের কাজের অগ্রগতি সন্তোষ জনক নয়। এক দিনের বৃষ্টিতে অনেকগুলো বাঁধে ফাটল ও ত্রুটি দেখা দেওয়ায় কৃষকেরা চিন্তিত। 

উপজেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল বলেন, বৃষ্টিতে ফসল রক্ষা বেড়ি বাঁধের তেমন কোনো ক্ষতি হয়নি। আমরা সরেজমিনে হাওর ঘুরে যেসব ত্রুটি পেয়েছি, সেগুলো নিরসন করতে বলা হয়েছে। তবে ৬ ও ৩৩ নম্বর প্রকল্পের বাঁধ ধসে যাওয়ায় কিছু অংশে বিকল্প বাঁধ নির্মাণ করা হচ্ছে।

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার