সিলেটে পর্যটকবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সদর উপজেলার সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ধোপাগুল এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছেন।
আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত গতির কারণে বাসটি টার্ন নিতে গিয়ে উল্টে গেছে। এতে প্রায় ১৫ থেকে ২০ জনের মতো আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাঁরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।