হোম > সারা দেশ > সিলেট

ফুটবল খেলা নিয়ে মাধবপুরে ২ গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাকির হোসেন (৩২) নামের একজনকে আটক করেছে পুলিশ। জাকির সুন্দাদিল গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, উপজেলার আদাঐর ইউনিয়নের সম্বতপুর গ্রামের কয়েকজন তরুণ একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। গত শনিবার বিকেলে এই খেলা নিয়ে সম্বতপুর গ্রামের সঙ্গে একই উপজেলার বহরা ইউনিয়নের সুন্দাদিল গ্রামের লোকজনের কথা-কাটাকাটি হয়। ওই দিন রাতে সম্বতপুর গ্রামের মন্নর আলী ও তার ভাতিজা গিয়াস উদ্দিন স্থানীয় দিঘিরপাড় বাজারে গেলে সুন্দাদিল গ্রামের লোকজন তাঁদের মারপিট করে। এর জের ধরে পরদিন রোববার দুপুরে উভয় গ্রামের বাসিন্দারা সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাধবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সম্বতপুর গ্রামের আহত মন্নর আলী জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ হয়েছে। তিনি ও আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক পাঠান দু'পক্ষকে শান্ত করেছেন।

এ প্রসঙ্গে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। থানায় কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর