হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হোটেল ম্যানেজারকে কর্মচারীর ছুরিকাঘাত

সিলেট প্রতিনিধি

সিলেটে এক আবাসিক হোটেলের ম্যানেজারকে কর্মচারী ছুরিকাঘাত করেছে বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহত ম্যানেজারকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুরের নগরের বন্দরবাজার এলাকার কুটি ভবনের তালহা রেস্ট হাউসে এ ঘটনা ঘটে। 

তবে কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে সে বিষয়ে কিছু বলতে পারছে না তালহা রেস্ট হাউস কর্তৃপক্ষ। 

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, তালহা রেস্ট হাউসে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাদেউমা হাটামাহাটা গ্রামের আহাদ মিয়া (২৮) সাত মাস আগে ম্যানেজারের চাকরি নেন। আর এ হোটেলে দেড়-দুই মাস আগে কর্মচারীর চাকরি নেন রাহেল মিয়া নামের এক তরুণ। কিছুদিন আগে ম্যানেজারের সঙ্গে কর্মচারী রাহেলের বাদানুবাদ হয়। পরে হোটেল মালিক বিষয়টি মিটমাট করে দেন। 

এদিকে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ এ রেস্ট হাউসের ২০৬ নম্বর কক্ষে ছুরিকাঘাতে আহত অবস্থায় ম্যানেজারকে পড়ে থাকতে দেখেন প্রহরী মহিম আলী। তাঁর চিৎকারে হোটেলের অন্যান্য স্টাফ এসে ম্যানেজারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এখন তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। 

তালহা রেস্ট হাউসের মালিক ফখরুল ইসলাম বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে এখনো জানা যায়নি। তবে আহত ম্যানেজার কথা বলতে পারছেন। তিনি জানিয়েছেন, রাহেল তাঁকে ছুরিকাঘাত করেছে। আমরা এখন ওসমানী হাসপাতালে রয়েছি। এখান থেকে গিয়ে বিষয়টি পুলিশকে অবগত করব।’ 

এ ঘটনার পর থেকে তালহা রেস্ট হাউসের কর্মচারী রাহেল পলাতক রয়েছেন। 

এ বিষয়ে নগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ আজকের পত্রিকাকে জানান, ‘কথাকাটাকাটির জেরে আপেল কাটার ছুরি দিয়ে ঘাই মেরে পালিয়েছে ওই কর্মচারী। এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’ 

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ