হোম > সারা দেশ > সিলেট

ভারত থেকে চোরাই পথে কয়লা আনার সময় পাথরচাপায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

চোরাই পথে ভারত থেকে কয়লা আনতে গিয়ে পাথরচাপায় আইয়ুব আলী (২৭) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে টেকেরঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৯৯৯ এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে। 

আইয়ুব আলী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রজনীলাইন গ্রামের মজনু মিয়ার ছেলে। 

এলাকাবাসী জানায়, উপজেলার রজনী লাইন গ্রামের আইয়ুব আলীসহ (২৪) ১০-১৫ জনের একটি দল ভোরে চোরাই পথে ভারতের মেঘালয়ে কয়লা কোয়ারিতে যায়। সেখান থেকে কয়লা নিয়ে ফেরার পথে ওপর থেকে মাথায় পাথর পড়লে আইয়ুব ঘটনাস্থলেই মারা যান। এ সময় সহযোগীরা তাঁকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে তাঁর বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ি থেকে তাঁর লাশ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জামাল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধভাবে ভারত থেকে কয়লা আনতে গিয়ে আইয়ুব আলী মারা গেছেন। এভাবে যে কত প্রাণ দিতে হবে, আল্লাহ জানেন।’

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশের সুরতহাল শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

তবে কয়লা আনতে চোরাই পথে ভারতে গিয়ে পাথরচাপায় বাংলাদেশি যুবকের মৃত্যুর প্রসঙ্গে বিজিবির টেকেরঘাট সীমান্ত ফাঁড়ির দায়িত্বরত ক্যাম্প কমান্ডার সাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে পারবেন না জানিয়ে ফোনের লাইন কেটে দেন।

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান