ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় তাসফিয়া হোসেন রিপা (৮) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের কামাউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক পারাপারের জন্য দাঁড়িয়ে থাকা স্কুল শিক্ষার্থী তাসফিয়া হোসেন রিপাকে চাপা দেয় ইউনিক পরিবহনের একটি বাস। এতে সে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে রিপা মারা যায়।
জানা যায়, নিহত রিপা উপজেলার বাহাদুরপুর এলাকার জাকির হোসেনের মেয়ে ও কামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ রহমান জানান, রিপা স্কুল শেষে বাড়ি ফেরার জন্য মহাসড়ক পারাপারের জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ইউনিক পরিবহনের বাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিপাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিপা মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।