হবিগঞ্জের আদালত থেকে হাতকড়াসহ মাদক মামলার আসামি পালিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে এ ঘটনা ঘটে।
আসামি রাজু মিয়ার (৪০) বাড়ি জেলার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি গ্রামে। তাঁকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে হাজির করা হয়।
ওই আদালতের পেশকার রামেন্দ্র দাশ আজকের পত্রিকাকে বলেন, রাজু মিয়া মাধবপুর থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হন। আজ আদালতে রিমান্ডের আবেদন শুনানির আগে তিনি পালিয়ে যান। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই আদালতপাড়ায় শুরু হয় হইচই।
এ বিষয়ে হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর শেখ নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আইজিপি স্যারের প্রোগ্রামে হবিগঞ্জ পুলিশ লাইনসে সকালে চলে এসেছি; তাই বিষয়টি জানি না। আজ যে অফিসাররা দায়িত্বে ছিলের, তাঁদের কাছ থেকে খোঁজ নিয়ে বিষয়টি দেখছি।’