হোম > সারা দেশ > সিলেট

সিলেটে লেগুনা-পিকআপ সংঘর্ষে নিহত ৩

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে লেগুনা ও পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের মেয়ে মঙ্গলী পাত্র (৫০), তাঁর পুত্রবধূ সুচিতা পাত্র (৩৫) ও ৫ মাসের নাতি।

আহতেরা হলেন—সন্তোষ পাত্রের ছেলে পুশ পাত্র (৪০), পুশ পাত্রের ছেলে জিদান পাত্র (১৮), পুশ পাত্রের ৫ বছরের মেয়ে, লেগুনা চালকসহ সাতজন। আহত অন্যদের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, পুশ পাত্রের পরিবারের সদস্যরা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চিকনাগুল থেকে উপজেলার মোকামপুঞ্জি যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনা স্থলে হরিপুর অভিমুখে গরু বোঝাই পিকআপের সঙ্গে উপজেলার চিকনাগুল থেকে ছেড়ে আসা মোকামপুঞ্জিগামী লেগুনার সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুই নারী ও হাসপাতালে নেওয়ার পর এক শিশু নিহত হয়।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাসে তাঁরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রো-ভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের