সিলেটের জৈন্তাপুরে লেগুনা ও পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের মেয়ে মঙ্গলী পাত্র (৫০), তাঁর পুত্রবধূ সুচিতা পাত্র (৩৫) ও ৫ মাসের নাতি।
আহতেরা হলেন—সন্তোষ পাত্রের ছেলে পুশ পাত্র (৪০), পুশ পাত্রের ছেলে জিদান পাত্র (১৮), পুশ পাত্রের ৫ বছরের মেয়ে, লেগুনা চালকসহ সাতজন। আহত অন্যদের নাম জানা যায়নি।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাসে তাঁরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।