হোম > সারা দেশ > সুনামগঞ্জ

স্ত্রীকে ‘হত্যার’ পর স্বামীর ‘আত্মহত্যা’

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশায় ঋণের টাকা পরিশোধ করা নিয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রী স্বাধীনা আক্তারকে (৫০) হত্যার পর স্বামী বাচ্চু মিয়া (৫৭) আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। আজ বুধবার বিকেলে বাচ্চু মিয়ার বড় মেয়ে রিপা আক্তারের বাড়ি সদর ইউনিয়নের টানমেউহারি গ্রাম থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এলাকাবাসী জানায়, বাচ্চু মিয়ার নিজের কোনো জায়গা জমি না থাকায় বড় মেয়ে রিপার বাড়িতেই ছেলে ও স্ত্রীকে নিয়ে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছে। বাচ্চু মিয়া কোনো কাজ না করায় প্রতিবছরই বিভিন্ন মাধ্যম থেকে ঋণ নেয় এবং সেই ঋণের টাকা পরিশোধের জন্য তাঁর স্ত্রীকে চাপ প্রয়োগ করে। রিপা প্রতিবারই ঋণের টাকা পরিশোধ করে। কিন্তু এবার ৮৫ হাজার টাকা ঋণ করে সেই টাকা পরিশোধের জন্য স্ত্রীকে চাপ দিলেও রিপা টাকা পরিশোধ করেনি। এ নিয়ে রিপার বাবা মায়ের মাঝে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছে। আজ সকাল ১১টার দিকে বড় মেয়ে রিপা তার ছোট ভাইকে নিয়ে উপজেলা সদরে গেলে সেই সুযোগে তাঁর মাকে হত্যা করে বাবা আত্মহত্যা করে। রিপা বাড়িতে পৌঁছে ঘরের দরজা ভেতর থেকে লাগানো দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং বিষয়টি পুলিশে জানায়। 

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসীর হাসানের উপস্থিতিতে ঘরের দরজা ও ঘরের টিনের চালা খুলে বাচ্চু মিয়ার ঝুলন্ত এবং স্বাধীনা বেগমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা