হোম > সারা দেশ > সিলেট

গোয়াইনঘাটে বাগানের দুই হাজার পানগাছের লতা কেটে ফেলল দুর্বৃত্তরা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 

কেটে ফেলা পানের ডাঁটা দেখে বিষণ্ন বাগানমালিক রিসন কংওয়াং। ছবি: আজকের পত্রিকা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দুটি পান-সুপারির বাগানের দুই হাজার লতানো পানগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর ক্যাম্পসংলগ্ন লামাপুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাগান দুটির মালিক লামাপুঞ্জির খাসিয়া জনগোষ্ঠীর হেডম্যান রিসন কংওয়াং ও গস্মিন ডিখার ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত বাগানমালিক রিসন জানান, গত রাতে দুর্বৃত্তরা তাঁদের বাগানের সব লতানো পানগাছের ডাঁটা কেটে ফেলেছে। পাহারাদারের কাছে খবর শুনে তাঁরা বাগানে ছুটে গিয়ে কাটা পানের লতাগুলো দেখতে পান। রিসন বলেন, ‘দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিয়েছে। আয়ের পথ নষ্ট করে দিয়ে আমাকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। এ ঘটনার ন্যায়বিচার চাই।’ রিসন জানান, এই দুটি বাগানের পানগাছ কেটে ফেলায় তাঁদের অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, ‘লামাপুঞ্জি এলাকায় দুটি পান-সুপারির বাগানে দুর্বৃত্তদের পানগাছ কেটে ফেলার খবর জেনে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি