হোম > সারা দেশ > সিলেট

পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম, ২ দিন পর মৃত্যু 

সিলেট প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে কুপিয়ে আহতের দুদিন পর রুবেল আহমদ (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এর আগে, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে পূর্ব বিরোধের জেরে তাঁকে কুপিয়ে জখম করা হয়। তালতো ভাই সাজু আহমদের (২৩) বিরুদ্ধে তাঁকে জখমের অভিযোগ উঠে। সাজু উপজেলার সদর ইউনিয়নের কান্দিগ্রামের ফুরু মিয়ার ছেলে। 

নিহত রুবেল আহমদ জুবেল (৩৮) ধানচাল ব্যবসায়ী। তিনি পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের হারই মিয়ার ছেলে ও পৌরশহরের পুরোনো লঞ্চঘাট রোডের একটি দোকানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। 

স্বজনদের বরাতে পুলিশ জানায়, গত মাসে রুবেলের চাচাতো বোনের একটি ছেলে সন্তানের মৃত্যু হয় তাদের বাড়িতে। ওই শিশুর বাবা প্রবাসে থাকেন। তখন তার লাশ দাফন নিয়ে দুই পরিবারের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরে শিশুটির মায়ের বাড়িতে তাকে দাফন করা হয়। এ নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে একটা মনোমালিন্য চলছিল। যার ক্ষোভে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাজু বাটালি দিয়ে জুবেলকে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা আহত রুবেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জুবেলের ভাই আব্দুল করিম জকিগঞ্জ থানায় মামলা করেন। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ। তিনি জানান, লাশ সিলেট এমএজি ওসমানীতে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযুক্ত ওই সাজুকে আসামি করে মামলা করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১