হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, জনতার হাতে দপ্তরি আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিদ্যালয়ের দপ্তরিকে আটক করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চারিকাটা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, কিছুদিন ধরে বিদ্যালয়ের দপ্তরি রিপন চন্দ্র (৪০) পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে বিরক্ত করে আসছিল। দুই দিন আগে ওই ছাত্রীকে ডেকে নিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রী ঘটনাটি তার পরিবারের সদস্যদের জানায়। পরিবারের সদস্যরা প্রধান শিক্ষকসহ দপ্তরির পরিবারকে জানালেও এর কোনো বিচার হয়নি।

ওই ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে এলাকাবাসী দপ্তরি রিপন চন্দ্রকে স্কুলের কক্ষে আটকে রাখে। খবর পেয়ে চারিকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতান করিম পুলিশসহ বিদ্যালয়ে গেলে এলাকাবাসী দপ্তরিকে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে জানতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাইয়ের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ মিফতাউজ্জামান বলেন, ‘ঘটনা জানতে পেরেছি। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল গিয়ে দপ্তরিকে আটক করে থানায় নিয়ে এসেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান