হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, জনতার হাতে দপ্তরি আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিদ্যালয়ের দপ্তরিকে আটক করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চারিকাটা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, কিছুদিন ধরে বিদ্যালয়ের দপ্তরি রিপন চন্দ্র (৪০) পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে বিরক্ত করে আসছিল। দুই দিন আগে ওই ছাত্রীকে ডেকে নিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রী ঘটনাটি তার পরিবারের সদস্যদের জানায়। পরিবারের সদস্যরা প্রধান শিক্ষকসহ দপ্তরির পরিবারকে জানালেও এর কোনো বিচার হয়নি।

ওই ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে এলাকাবাসী দপ্তরি রিপন চন্দ্রকে স্কুলের কক্ষে আটকে রাখে। খবর পেয়ে চারিকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতান করিম পুলিশসহ বিদ্যালয়ে গেলে এলাকাবাসী দপ্তরিকে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে জানতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাইয়ের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ মিফতাউজ্জামান বলেন, ‘ঘটনা জানতে পেরেছি। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল গিয়ে দপ্তরিকে আটক করে থানায় নিয়ে এসেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের