মৌলভীবাজার প্রতিনিধি
সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে শতাধিক পরিবারে আজ শনিবার উদ্যাপিত হলো ঈদুল আজহা। সকাল সাতটায় শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামে একটি বাড়িতে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
নামাজে ইমামতি করা আব্দুল মাওফিক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই এই নামাজ আদায় করছেন।