হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে পৌর বিএনপির সভাপতিসহ ২ নেতা কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে পুলিশের ওপর হামলা মামলায় বিএনপির দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরীর আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ ও বিএনপি নেতা পৌর কাউন্সিলর শাহ সালাহ উদ্দিন টিটু।

আসামিপক্ষের আইনজীবী নূরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি ২০১৩ সালের। পুলিশ এসল্ট মামলা। মামলার বাকি আসামি সবাই জামিনে আছেন। মঙ্গলবার নির্ধারিত দিনে তাঁরা আদালতে হাজির হলে উল্লেখিত দুজনকে আটকের আদেশ দেন বিচারক। বুধবার মামলাটির রায় ঘোষণা করার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মামলাটি বিচারের জন্য অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরীর আদালতে প্রেরণ করা হয়। মঙ্গলবার নির্ধারিত দিনে আসামিরা আদালতে হাজির হলে বিচারক দুজনকে আটকের নির্দেশ দেন। একই সঙ্গে বিচারক মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন ও রায়ের জন্য বুধবার দিন ধার্য করেন।’

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ