হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবির উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন 

শাবিপ্রবি প্রতিনিধি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একজন মুখপাত্র সাদিয়া আফরিন। 

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের অনশনরত ভাইবোনেরা যখন অনশনে কষ্ট করছে, আর ভিসি ওদিকে আরাম-আয়েশে দিন কাটাচ্ছেন। এটা আমরা মেনে নিতে পারছি না। আমাদের আন্দোলনের অংশ হিসেবে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

এদিকে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বাসভবন-সংলগ্ন অতিথি ভবন ও টিচার্স ডরমিটরির বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। 

এর আগে আজ রোববার বিকেল থেকে উপাচার্যের বাসভবন ঘেরাও করে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ঘোষণা দেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া উপাচার্যের বাসভবনের ভেতরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। 

এ বাসভবন ঘেরাও কর্মসূচি শুরু করার পর শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, এতে তাঁদের বাধ্য করা হচ্ছে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে। আরও বলা হয়, উপাচার্যের বাসভবনে কেবল পুলিশ ছাড়া কেউ ঢুকতে পারবে না। ভবিষ্যতে তাঁরা ভিসির বাসভবনের অন্যান্য জরুরি পরিষেবা বন্ধ করতে বাধ্য হবেন। 

এরই অংশ হিসেবে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের