হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবি ছাত্রী ধর্ষণে অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল ও ফাঁসির দাবি

শাবিপ্রবি প্রতিনিধি 

ধর্ষণের প্রতিবাদে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি তাঁরা দুই অভিযুক্তের ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়েছেন।

আজ শুক্রবার বেলা ৩টার দিকে গোলচত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসাইন বলেন, ‘ধর্ষকের মানুষ বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার নেই। এরা পশুর চেয়ে নিকৃষ্ট। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি, অবিলম্বে ধর্ষকদের ছাত্রত্ব বাতিল করা হোক।’

সমাজবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী রাফিয়া তাসকিন নুর দোলা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়ও মেয়েরা নিরাপদ নয়। ধর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে দৃষ্টান্ত স্থাপনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।’

এ সময় আরও বক্তব্য দেন জেমিমা জামান সেলিয়া, তাসফিয়া ফরহাদ ঐশী, মীম, মিনহাজ হোসেন, নুরুদদীন রাজু প্রমুখ।

উল্লেখ্য, শাবিপ্রবির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণের অভিযোগে দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে একজনকে ক্যাম্পাস থেকে এবং অন্যজনকে সুরমা আবাসিক এলাকা থেকে আটক করা হয়। আজ শুক্রবার তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী ছাত্রী।

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি