হোম > সারা দেশ > সুনামগঞ্জ

রাতে গ্রামবাসীর ডাকাত ডাকাত রব, পুলিশ বলছে গুজব

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

আকস্মিক বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মানুষ। এদিকে এ এলাকায় এক সপ্তাহের বেশি সময় বিদ্যুৎ নেই। দুর্ভোগ কাটিয়ে উঠতে শারীরিক-মানসিক কষ্টের পর যখন রাতে ঘুমাতে যাবে, তখন গ্রামের মানুষের কণ্ঠে শোনা যায় ডাকাত ডাকাত রব। সর্বশেষ গতকাল শনিবার রাতসহ এক সপ্তাহে পাঁচ দিনই বিভিন্ন গ্রামে ডাকাতের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ে পুরো উপজেলায়। তবে পুলিশের দাবি, এটা সম্পূর্ণ গুজব ছাড়া আর কিছু নয়! 

স্থানীয় লোকজন বলছেন, গতকাল শনিবার রাত দেড়টায় উপজেলার উত্তর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের লোকজন হঠাৎ ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকে। এতে পার্শ্ববর্তী গ্রাম উত্তর কামলাবাজ ও সাচনা গ্রামের মানুষও ঘুম ভেঙে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। শুরু হয় মসজিদের মাইকেও সতর্কবার্তা। এতে মধ্যরাতে এলাকাজুড়ে এক ভীতিকর পরিবেশ তৈরি হয়। এদিকে উপজেলার হাওর-অধ্যুষিত বেহেলী ও ফেনারবাঁক ইউনিয়নের হাওরের মাঝে থাকা ছোট ছোট গ্রামগুলোর বাসিন্দাদের মনেও দেখা দিয়েছে ডাকাত আতঙ্ক। প্রতি রাতেই দল বেঁধে এলাকার যুবকেরা মিলে পাহারা দেন গ্রামগুলো। 

তবে ডাকাতির এমন খবরে পুলিশ মাঠে নেমে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কোনো ঘটনার সত্যতা পায়নি বলে জানিয়েছে। এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের আজকের পত্রিকাকে বলেন, ‘যে কয়টি এলাকায় ডাকাতির খবর এসেছে, আমরা সেসব জায়গায় গিয়েছি। ডাকাতির কোনো ঘটনার সত্যতা পাইনি। তবে গভীর রাতে হাওরে অপরিচিত নৌকা এসেছিল এর সত্যতা মিলেছে। এ ছাড়াও প্রতি রাতে আমাদের পুলিশ বাহিনী টহল দিচ্ছে।’ 

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত