হোম > সারা দেশ > সিলেট

সিলেট সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

সিলেট প্রতিনিধি

সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি ব্লক এলাকায় অবৈধ বাজার উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। মঙ্গলবার সকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সালেহ আহমদ সেলিম। 

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘শাহজালাল উপশহর নগরীর অন্যতম একটি আবাসিক এলাকা। ওই এলাকার ডি ব্লকে মূল সড়কের পাশে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ বাজার বসিয়ে রেখেছিল। মাছ, মুরগি, তরকারিসহ বিভিন্ন ধরনের পণ্য এই বাজারে বিক্রি হতো।’ 

তিনি আরও বলেন, ‘ফুটপাত ও সড়ক ঘিরে গড়ে ওঠা এই অবৈধ বাজারের কারণে স্থানীয় বাসিন্দারা ভোগান্তি পোহাচ্ছিলেন। অবৈধ বাজারের কারবারিরা প্রতিদিন পচা মাছ, তরকারি এবং মুরগির নাড়ি ভুঁড়ি ফেলে যেতো, তাতে দুর্গন্ধ ছড়াত। ফুটপাত দখল করে রাখায় স্থানীয়দের চলাচলে বিঘ্ন ঘটত। সড়কের মধ্যে দোকান বসানোয় সড়ক সংকুচিত হয়ে তৈরি হতো যানজটের। স্থানীয়দের উচ্ছেদের দাবিতে মঙ্গলবার এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ বাজারের বিভিন্ন জিনিসপত্র জব্দ করে সিসিক। এ ছাড়া অবৈধ স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।’ 

স্থানীয় কাউন্সিলর সালেহ আহমদ সেলিম বলেন, ‘অবৈধ বাজারের কারবারিদের বারবার বলার পরও তারা সরে যাচ্ছিলেন না। উপশহর পরিকল্পিত এলাকা। এলাকার সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। এই এলাকার বাসিন্দাদের জন্য একটি কাঁচাবাজার বসানো যায় কিনা তার পরিকল্পনা মেয়রকে জানানো হয়েছে।’ 

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা