সিলেটে এক দিনে সর্বোচ্চ ৭০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৭ জন। এর আগে ১৮ জুলাই এক দিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল ৬৮১ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭০৮ জনের করোনা শনাক্ত হয়েছে; যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ। আক্রান্তদের মধ্যে ৩৫৪ জনই সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া বিভাগের সুনামগঞ্জ জেলার ১২০, হবিগঞ্জের ৬৬ ও মৌলভীবাজার জেলার ১০৬ জন রয়েছেন। একই সঙ্গে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯১৮। আক্রান্তদের মধ্যে রয়েছেন সিলেট জেলার ২০ হাজার ৫১২, সুনামগঞ্জের ৪ হাজার ২০৬, হবিগঞ্জের ৪ হাজার ২৯৩, মৌলভীবাজারের ৪ হাজার ৮৮২ ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ২৫ জন।
পরিচালক আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৭ জন। তাঁদের ৬ জনই সিলেট জেলার ও ১ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃত্যুবরণ করেছেন ৬৩৮ জন। এর মধ্যে সিলেটের ৫০৭, সুনামগঞ্জের ৪৭, হবিগঞ্জের ৩০, মৌলভীবাজারের ৫৩ ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৬, সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জ জেলায় ৪, মৌলভীবাজারে ২ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮০ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫৬, সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ২৫ ও মৌলভীবাজারে ৩০ জন ভর্তি রয়েছেন। একইদিনে সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৩৭৭ জন।