হোম > সারা দেশ > সিলেট

মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি, গ্রেপ্তার ৫ 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে রবি টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা আন্তজেলা ডাকাত চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার হাতিদহর গ্রামের অলিদুর রহমান অলিদ (২৯), একই উপজেলার নোয়াগ্রামের রায়হান আহমদ (২৮), জৈন্তাপুর উপজেলার ঘাটের চটি গ্রামের দুলাল মিয়া (২৭), দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকার শাকিল মিয়া সৌখিন (৩৫) ও চাঁদপুরের উত্তর মতলব থানার জাহিরাবাজ গ্রামের হোসেন প্রকাশ জাহেদ (৩২)।

জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল জানান, গত ৪ মার্চ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের রবি টাওয়ারের দুটি ব্যাটারি চুরি হয়। যার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। ঘটনার দিন পুলিশ ওই এলাকা থেকে একটি পিকআপ গাড়িসহ টাওয়ারে চুরির সব সরঞ্জাম জব্দ করে। তবে কাউকে আটক করতে পারেনি।

কিন্তু ঘটনাস্থলে পাওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ গতকাল সোমবার বিকেলে সিলেটের শাহপরান এলাকা থেকে অলিদকে গ্রেপ্তার করে। পরে তাঁর তথ্যমতে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনা স্বীকার করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গত ৪ মার্চ চুরির ঘটনায় টাওয়ার কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তদন্তে নেমে আন্তডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। আসামিদের আজ মঙ্গলাবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ