হোম > সারা দেশ > সিলেট

সিলেটে একদিনে আবারও সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

প্রতিনিধি, সিলেট

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগে ২২ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ৪ আগস্ট একদিনে বিভাগে সর্বোচ্চ মৃত্যু ছিল ২০ জন। নতুন মৃত ২২ জনের মধ্যে ১১ জন সিলেট জেলার, দুজন হবিগঞ্জ ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮ জন রোগী করোনায় মারা গেছেন। এ নিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৮৪৪ জন। 

এ ছাড়ার গত ২৪ ঘন্টায় বিভাগে করোনা শনাক্ত হয়েছেন আরও ৫৫৭ জন। একই সময়ে সিলেটে সুস্থ হয়েছেন ৭১৫ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ জন করোনায় আক্রান্ত রোগী। 

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদন বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৫৫৭ জন করোনা আক্রান্ত রোগীর ২৭৬ জন সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ৬৩ জন, হবিগঞ্জের ৬১ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১১৪ জন। এ দিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪৩ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। 

বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা ৪৭ হাজার ৪১ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২৫ হাজার ২১১ জন, সুনামগঞ্জে পাঁচ হাজার ৪৭৫, হবিগঞ্জ জেলায় পাঁচ হাজার ৬৮৪ জন, মৌলভীবাজারে ছয় হাজার ৭৩০ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিন হাজার ৯১১ জন। 

এ ছাড়া বিভাগে মোট মৃত ৮৪৪ জনের মধ্যে সিলেট জেলার ৬২০ জন, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ৪২, মৌলভীবাজারের ৬৬ ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন। 

সিলেটে বিভাগে বুধবার দৈনিক শনাক্তের হার ২৯ দশমিক শূন্য ৬ শতাংশ। যার ৩১ দশমিক শূন্য ৯ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ২১ দশমিক ৫৮ শতাংশ, হবিগঞ্জে ২৪ দশমিক ৪০ শতাংশ ও মৌলভীবাজারে ৩২ দশমিক ৬৬ শতাংশ। 

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর