হোম > সারা দেশ > সিলেট

শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত এমসি কলেজের অধ্যক্ষ

সিলেট প্রতিনিধি

অবসরোত্তর ছুটিতে যাওয়া উপলক্ষে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজকে দেওয়া বিদায়ী সংবর্ধনা। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ। বৃহস্পতিবার তাঁর অবসরোত্তর ছুটিতে যাওয়া উপলক্ষে কলেজে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। রাতে নগরীর একটি রেস্তোরাঁয় তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় শিক্ষক পরিষদের পক্ষ থেকে।

এদিন সকালে কলেজের প্রশাসনিক ভবনে অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজকে গার্ড অব অনার দেয় কলেজের বিএনসিসি প্লাটুন; সালাম দেন রোভার স্কাউটস গ্রুপ। পরে বিসিএসের বিভিন্ন ক্যাডারের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকেরা এসে তাঁকে শুভেচ্ছা জানান। পরে কলেজ অডিটরিয়ামে শিক্ষার্থীদের আয়োজিত সংবর্ধনায় অংশ নেন তিনি। সেখানে কলেজের সব বিভাগ ও সংগঠনের নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি বিভিন্ন উপহার ও নানা স্মারক তাঁর হাতে তুলে দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘এই ক্যাম্পাসের শিক্ষার্থী থেকে শিক্ষক ও অধ্যক্ষ হওয়া আমার জন্য ছিল অত্যন্ত গর্বের। আমি আমার জীবনের বেশির ভাগ সময়ই এই ক্যাম্পাসে কাটিয়েছি। আর আমার শিক্ষকতা জীবনের প্রায় পুরোটাই এখানে কাটালাম। এ সময় আমি চেষ্টা করেছি শিক্ষার্থীদের সঙ্গে মিশে তাদের যুগোপযোগী একটি সুন্দর ক্যাম্পাস ও পাঠদানের ব্যবস্থা করতে। জানি না কতটুকু পেরেছি। আশা করি আপনারা ভালোভাবে লেখাপড়া করে দেশের একজন সৎ ও দক্ষ নাগরিক হয়ে দেশের সেবা করবেন।’

এমসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. ফরিদ আহমেদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম প্রমুখ।

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন