হোম > সারা দেশ > সিলেট

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে আহত বাংলাদেশি কিশোরের মৃত্যু

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে আহত আল-আমিন (১৭) নামের এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ক্লার্কসডর্প শহরের সেবকেঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

আল-আমিনের বাড়ি সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার দক্ষিণ মিরেরচর গ্রামে। তার বাবার নাম মোবারক আলী।

আল-আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার মামা কামাল মুন্না জানান, প্রায় চার মাস আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিল আল-আমিন। সেখানে বড় ভাইয়ের সঙ্গে থাকত। ১০ সেপ্টেম্বর নর্থওয়েস্ট প্রদেশের ক্রিস্টিয়ানা শহরের একটি দোকানে কাজ শুরু করে আল-আমিন। সেদিনই ওই দোকানে ডাকাতেরা ঢুকে পড়ে। এ সময় কাউন্টারের দিকে এগিয়ে গেলে ডাকাতেরা তাকে গুলি করে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ক্লার্কসডর্প শহরের সেবকেঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সে মারা যায়। 

কামাল মুন্না আরও জানান, বাড়ি মিরেরচরে হলেও উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামে মামার বাড়িতেই আল-আমিন বেড়ে উঠেছে। তার মরদেহ দেশে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
 
এদিকে দক্ষিণ আফ্রিকায় আল-আমিনের মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ