হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে দায়িত্ব পালনের সময় হৃদ্‌রোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এমদাদুল হক। আজ বুধবার সদর উপজেলায় পৌর এলাকার উমেদনগর কেন্দ্রে এই ঘটনা ঘটে।

এমদাদুল হকের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের চিকিৎসক মোল্লা আবেদ রেজা। তিনি বলেন, ‘হাসপাতালে আনার আগেই এমদাদুল হকের মৃত্যু হয়েছে। আমার ধারণা হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়েছে।’

স্থানীয়রা জানান, ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত এমদাদুল হক আজ  ভোরে হবিগঞ্জ পৌরসভার উমেদনগরে যান। সেখানে সকাল ৯টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাঁকে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এমদাদুল হক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হবিগঞ্জ নির্বাহী প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন বলে জানান সহকর্মী বাশার। তিনি বলেন, ‘এমদাদুলের একমাত্র ছেলে অষ্টম শ্রেণির ছাত্র। তিনি প্রায় এক যুগেরও বেশি সময় ধরে হবিগঞ্জে চাকরিতে ছিলেন। তাঁর বাড়ি পাবনায়।’

এলজিইডির হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, আজ দুপুর সাড়ে ১২টায় অফিস চত্বরে জানাজা শেষে মরদেহ পাবনায় পাঠানো হয়।

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু