হোম > সারা দেশ > সিলেট

গোয়াইনঘাটের চার ইউনিয়নে চলছে ভোট গ্রহণ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার চার ইউনিয়নে ৪০টি ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। 

গোয়াইনঘাটের সদর ইউনিয়ন, পশ্চিম জাফলং, পূর্ব জাফলং ও মধ্য জাফলং ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ৪০টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে। 

সকালে পূর্ব জাফলং ইউনিয়নের মুসলিমনগর ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারেরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছেন। তারা বেশ উৎসাহ-উদ্দীপনায় ভোট দিচ্ছেন। তবে, এখানে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। 

ভোটার সালাহ উদ্দিন বলেন, পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছি। একাধিক ভোটারদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে তাঁরা লাইনে দাঁড়িয়ে আছেন। 

ভোট দিয়ে বের হওয়ার সময় কথা হয় ভোটার নাজিম আহমদের (৩২) সঙ্গে। তিনি বলেন, ভোট দিয়ে বের হলাম। মেশিনের মাধ্যমে এই প্রথম অভিজ্ঞতা। ভালোই লাগছে। তবে, লাইনে অনেক সময় দাঁড়িয়ে ছিলাম। প্রথমে বিরক্তি লাগলেও ভোট দিতে পেরে ভালো লাগছে। 

জাফলং আমির মিয়া স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জামাল খাঁন বলেন, এই কেন্দ্রের নারী-পুরুষ মিলিয়ে ৩ হাজার ৩৫৫ জন ভোটার রয়েছেন। এখানে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটারেরা স্বতস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। 

এদিকে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

গোয়াইনঘাট উপজেলায় চার ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার