হোম > সারা দেশ > সিলেট

সিলেটে জীববিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন

সিলেট প্রতিনিধি

সিলেট অঞ্চলের জীববিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়। আজ শুক্রবার সকালে সিকৃবি ক্যাম্পাসে। ছবি: আজকের পত্রিকা

সিলেট অঞ্চলের জীববিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় মিলনায়তনে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী অলিম্পিয়াডের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে খান মোহাম্মদ রেজাউন নবী বলেন, ‘ছাত্রছাত্রীদের অনুসন্ধিৎসু হতে হবে। অগ্রসর পৃথিবীতে এগিয়ে যেতে হলে সময়োপযোগী ও প্রায়োগিক গবেষণার বিকল্প নেই। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে। বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনে জীববিজ্ঞান অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড সিলেট অঞ্চলের সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্য দেন সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী।

আলিমুল ইসলাম বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা ও প্রাণিসম্পদের খাদ্যের চাহিদা পূরণে জীববিজ্ঞান-বিষয়ক গবেষণার বিকল্প নেই। মলিকুলার বায়োলজি বিষয়ে শিক্ষার্থীদের স্কুলপর্যায় থেকে হাতে-কলমে শিক্ষা দিতে হবে।

দেশব্যাপী জীববিজ্ঞান অলিম্পিয়াডে ১১ অঞ্চলের প্রতিযোগীরা অংশ নিয়েছে। এর মধ্যে সিলেট অঞ্চলে ১২০০ প্রতিযোগী অংশ নিয়েছে। জীববিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ উপলক্ষে সিলেট অঞ্চল থেকে আসা কোমলমতি ছাত্রছাত্রীদের পদচারণায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা