হোম > সারা দেশ > সিলেট

সাংবাদিক মারুফকে অপহরণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

সিলেট প্রতিনিধি

বেসরকারি টেলিভিশন এনটিভির সিলেট অফিসের স্টাফ রিপোর্টার ও ইলেকট্রনিকি মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সাধারণ সম্পাদক মারুফ আহমদকে অপহরণের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। গত সোমবার রাত ৮টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার ব্লু-ওয়াটার শপিং মলের আন্ডারগ্রাউন্ডে মোটরসাইকেল রেখে অফিসে যাওয়ার সময় তিন যুবক মারুফকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় মারুফের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা মারুফকে মারধর করে নগদ অর্থ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 

এদিকে এ ঘটনায় সোমবার রাতেই পুলিশ শামিম ও রাজু নামের দুই যুবককে সুনামগঞ্জের ছাতক এলাকা থেকে গ্রেপ্তার করে। সিসিটিভির ফুটেজ দেখে ওই দুই যুবককে অপহরণ চেষ্টাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। অপহরণচেষ্টার সঙ্গে জড়িত আরও এক যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 

মারুফ আহমদ অভিযোগ করে জানান, গত সোমবার রাত আটটার দিকে তিনি নগরীর ব্লু-ওয়াটার শপিং সিটিতে যান। ওই ভবনে তাঁর অফিস। ভবনটির পার্কিংয়ে তিনি মোটরসাইকেল রাখতে যান। সে সময় তিন যুবক তাঁকে তুলে নিয়ে যাওয়ার জন্য অতর্কিত হামলা করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই তিন যুবক তাঁর কাছে থাকা মানিব্যাগ, নগদ ৯৭ হাজার টাকা ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. আলী মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ব্লু-ওয়াটার শপিং সিটির সিসিক্যামেরা দেখে অপহরণচেষ্টাকারীদের শনাক্ত করা হয়। এ ঘটনায় সোমবার রাতেই সাংবাদিক মারুফ বাদী হয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।’ 

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত