সিলেটে ৯৬০ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। আজ শনিবার ভোরে সিলেট-তামাবিল রোডের চামেলীবাগ আবাসিক এলাকা থেকে চা-পাতাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। জব্দ করা চা-পাতার বাজারমূল্য ১ লাখ ৯২ হাজার টাকা।
সিআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শনিবার ভোরে চামেলীবাগ আবাসিক এলাকায় পাঁচজন অজ্ঞাতনামা যুবক একটি পিকআপ ফেলে চলে যান। এমন খবরে পুলিশ গাড়িটি তল্লাশি করে একপাশে নীল ও আরেক পাশে কমলা রঙের পলিথিন মুড়ানো ২৪ প্যাকেট ভারতীয় চা-পাতা দেখতে পান।
যার প্রতিটি প্যাকেটের ওজন ৪০ কেজি। এই চা-পাতার প্রতি কেজির দাম ২০০ টাকা। সব মিলিয়ে দাঁড়ায় ৯৬০ কেজি। যার বাজার মূল্য ১ লাখ ৯২ হাজার টাকা। এ সময় ওই পিকআপটি জব্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি সিলেটের বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা। তিনি জানান, এ বিষয়ে শাহপরান থানায় একটি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে।