হোম > সারা দেশ > সিলেট

সংবিধান নয়, রাষ্ট্র পরিচালিত হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে: এমপি মোকাব্বির

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেট-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই হচ্ছে জনপ্রতিনিধিদের প্রধান কাজ। কিন্তু কিছু টাউট-বাটপার উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। 

মোকাব্বির খান আরও বলেন, ‘বর্তমানে সৎ রাজনীতিবিদদের বড়ই অভাব, কৌশলে সৎ ব্যক্তিদের পেছনে ফেলে অসৎরা সামনে এগিয়ে এসেছে। তাই সংবিধান অনুযায়ী নয়, বর্তমানে রাষ্ট্র পরিচালিত হচ্ছে একটি সিন্ডিকেটের মাধ্যমে। আর এসব সিন্ডিকেটের সঙ্গে অনেক মন্ত্রী জড়িত আছেন। মন্ত্রীরা জনগণের পকেট কাটায় যুক্ত হলে জনগণ কোথায় যাবেন?’ 

আজ মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভোলাগঞ্জ হাফিজিয়া মাদ্রাসায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য মোকাব্বির খান। সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন রেদওয়ান আহমদ, গজল পরিবেশন করেন মুহিব উদ্দিন। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার প্রধান শিক্ষক শফিকুর রহমান। 

ভোলাগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রবাসী আব্দুস ছত্তারের সভাপতিত্বে ও খাজাঞ্চীগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার জমসের আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার সফিক মিয়া, চারিগ্রাম আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও জজ কোর্টের আইনজীবী রুকন উদ্দিন সর্দার। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা সরওয়ার হোসেন সোনাফর, ওয়াহাব আলী, মাহমুদ আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার ফুলমালা বেগম, মেম্বার রইছুল ইসলাম ও এলাহাবাদ আলীম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরমুজ আলী। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি