হবিগঞ্জে প্রাণ চিপসের কারখানায় আগুন লেগেছে। আজ বুধবার বেলা ২টার দিকে উপজেলার অলিপুরে এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। সিলেট থেকে আরেকটি দল আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসার জন্য রওয়ানা দিয়েছে বলে হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন থেকে জানানো হয়েছে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ বিকেল সাড়ে ৪টার দিকে বলেন, ‘হবিগঞ্জে প্রাণ কোম্পানির একটি কারখানার সাততলা ভবনের ৩ ও ৪তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে আনতে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, বাহুবল ও মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন চেষ্টা চালাচ্ছে। সিলেট থেকে একটি টিম রওয়ানা হয়েছে।’ আবুল কালাম আরও বলেন, ‘পানি স্বল্পতার কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে।’
স্থানীয়রা জানান, হবিগঞ্জে যে ভবনে আগুন লেগেছে, সেখানে প্রাণ চিপসের কারখানা।
তবে হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড থেকে অগ্নিকাণ্ডের ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।