হোম > সারা দেশ > সিলেট

জগন্নাথপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতেরা হলেন—জগন্নাথপুর পৌরসভার কেশবপুর এলাকার খসরু মিয়ার ছেলে কামিল হোসেন (১৭) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার লক্ষীপুর গ্রামের আরশ মিয়ার ছেলে ট্রাক্টরচালক আছকির মিয়া (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেশবপুর এলাকায় বুধবার বিকেলে কামিল হোসেনকে নিজ শয়ন কক্ষের ছাদের রডের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার ছোট বোন মাহতুবা জান্নাত। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে ওই কিশোরের গলার ফাঁস খুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানজিম হোসেন রনি বলেন, ওই কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

এদিকে জগন্নাথপুরের সীমান্তবর্তী দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কামড়ী সেতুতে মাটি ভর্তি ট্রাক্টর উল্টে চালক আছকির মিয়া গুরুতর আহন হন। পরে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ওই চালককে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের বৃহস্পতিবার মর্গে পাঠানো হয়েছে।

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত